Orgasm During Sex: সেক্সের (Sex) সময় অরগাজ়ম বা উত্তেজনা অনুভূত হচ্ছে না? সেক্সের মাধ্যমে সঙ্গীর সঙ্গে মিলিত হতে চাইছেন ঠিকই কিন্তু সেই মুড আসছে না। এমন যদি হয় তাহলে বুঝতে হবে, কিছু না কিছু সমস্যা রয়েছে। তবে যৌনতার সময় যদি অরগাজ়ম (Orgasm During Sex) না হয়, তাহলে বেশ কিছু কারণের জন্য আপনি উপভোগ করতে পারছেন না সঙ্গ সুখ। এমন মনে করেন বিশেষজ্ঞরা। কোন কোন বিষয়গুলি সেক্সের সময় আপনাকে অরগাজ়ম থেকে দূরে রাখছে, তা প্রথমে লক্ষ্য করতে হবে। সেই অনুযায়ী স্বাস্থ্যকর জীবনযাপন করে ফিরিয়ে আনতে হবে যৌন জীবনে আপনার উত্তেজনা পর্ব।
যৌনতার সময় চরম উত্তেজনা অনুভূত না হলে, কোন কোন বিষয়গুলি অরগাজ়মে বাধা দিচ্ছে দেখুন...
অরগাজ়ম না হলে মদ বাদ দিতে হবে। অর্থাৎ আপনি মদ্যপান করতে পারবেন না।
কোনও ধরনের ওষুধ যদি আপনি প্রতিদিন খান অর্থাৎ ক্রনিক কোনও অসুখ থাকে, তাহলেও আপনি অরগাজ়ম থেকে বঞ্ছিত থাকতে পারেন।
হার্টের অসুখ থাকলে, অনেকে অরগাজ়ম থেকে বঞ্ছিত হন।
ডায়াবিটিস বা মধুমেহ থাকলেও চরম উত্তেজনা থেকে বঞ্ছিত হতে পারেন যে কেউ।
হাইপার টেনশনে ভুগলেও আপনি চরম উত্তেজনা থেকে বঞ্ছিত হতে পারেন।
শরীরে যদি হরমনের সমতা না থাকে, তাহলেও সেক্সের সময় অরগাজ়ম থেকে আপনি বঞ্ছিত হতে পারেন। পুরুষ বা স্ত্রী উভয়ের শরীরেই হরমনের অসমাঞ্জস্য চোখে পড়তে পারে।
আপনি যদি চিন্তা অথবা অ্যানজ়াইটিতে ভোগেন, তাহলে অরগাজ়ম থেকে বঞ্ছিত হতে পারেন।
ডিপ্রেশনের জন্য অরগাজ়ম কম হতে পারে।
পর্নোগ্রাফি দেখে যদি কখনও অবাঞ্ছিত কোনও ইচ্ছা মনে জাগে, তাহলে অরগাজ়মে ঘাটতি পড়তে পারে। অর্থাৎ পর্নোগ্রাফিতে যে ছবিগুলি আপনার চোখের উপর ভাসে, তা যদি সঙ্গী বা সঙ্গীনি পূরণ করতে না পরেন, তাহলে অরগাজ়মে ভাটা পড়তে পারে।