নবরাত্রির (Navratri 2025) সময় কন্ডোমের বিপুল চাহিদা তৈরি হয়। তাই নবরাত্রির সময় কন্ডোম বিক্রির চাহিদা থাকে তুঙ্গে। যাকে বলে, চাহিদা আকাশ ছোঁয়া। জনপ্রিয় ইউটিউবার (YouTuber) রাজ সামানির ইউটিউব ভিডিয়ো মারফৎ এমনই তথ্য প্রকাশ্যে এল। যেখানে শোনা যায়, নবরাত্রি সময় গুজরাটে (Gujarat) কন্ডোম (Condom) বিক্রির চাহিদা থাকে তুমুল। ওই সময় গরবার রাতে প্রত্যেকে ছুটির মেজাজে থাকেন। গরবা খেলতে খেলতে কখন কার প্রতি ভালবাসা তৈরি হয়, তা বোঝা যায় না। সেই বন্ধুত্বের জেরে কন্ডোমের চাহিদা তুঙ্গে উঠে যায়।
কন্ডোমের পাশাপাশি গর্ভ নিরোধক ওষুধের চাহিদাও এই সময় আকাশ ছোঁয়া হয়ে যায় বলে সংশ্লিষ্ট ভিডিয়োতে দাবি করা হয়। রাজ সামানির ভিডিয়োতে এমন তথ্য প্রকাশ্যে এলে, তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত সোমবার থেকে শুরু হয়েছে নবরাত্রি। দেবীর শৈলপুত্রী রূপের পুজো দিয়েই শুরু হয়েছে গোটা দেশ জুড়ে শক্তির আরাধনা।
এসবের পাশাপাশি রাজ সামানির ভিডিয়োতে আরও শোনা যায়, বর্ষার সময় নাকি বেড়ে যায় কন্ডোমের চাহিদা। বর্ষায় মানুষের মুড তৈরি হয়। তাই অনেকে কাছাকাছি আসেন। ফলে কন্ডোমের চাহিদাও বেড়ে যায় হু হু করে। এমনও শোনা যায় রাজ সামানির ভিডিয়োতে।
দেখুন নবরাত্রিতে কন্ডোমের বিপুল চাহিদা নিয়ে কী শোনা গেল...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)