Durga Puja (Photo Credit: FB)

 Durga Puja 2025: এসে গেল দুর্গা পুজো (Durga Puja 2025)। মহালয়ার (Mahalaya) দিন থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর মাত্র ৫ দিন। তারপরই বাঙালি মেতে উঠবে মায়ের আগমণে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাই শুরু হয়েছে পুজোর উন্মাদনা। প্যান্ডাল হপিং থেকে শুরু করে খাওয়াদাওয়া, অনুষ্ঠান, সবেতেই কাশ ফুলের দোলা লেগেছে। ইতিমধ্যেই ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। তাইতো, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে দুর্গা পুজো এক অনন্য উদাহরণ।

পৌরাণিত কাহিনী অনুযায়ী, মহিষাসুর বধকে কেন্দ্র করে ৫ দিন ধরে যে দেবীর আধারণা করা হয়, সেই শক্তিই দেবী দুর্গা হিসেবে পরিচিত। আর সেই শক্তির আরাধনার সময় কৈলাশ থেকে দেবী দুর্গা যখন সন্তানদের নিয়ে পিতৃগৃহে হাজির হন, সেই ৫ দিনের উৎসবই দুর্গা পুজো হিসেবে খ্যাত।

আরও পড়ুন: Durga Puja 2025: মহালয়ার দিন থেকেই প্যান্ডাল হপিং শুরু, বাঙালির দুর্গা ঠাকুর এবার জগন্নাথ মন্দিরেও অধিষ্ঠিত হচ্ছেন, দেখুন ভিডিয়ো

দুর্গা পুজো কদিন ধরে উদযাপিত হয় 

ষষ্ঠী থেকে দশমী, দুর্গা পুজো হয় ৫দিন ধরে। ষষ্ঠীতে হয় দেবীর বোধন। সপ্তমীতে কলা বউ স্নানের মাধ্যমে পুজো সম্পন্ন হয়। অষ্টমীতে দেবী বৈষ্ণবী হিসেবে পূজিত হন। নবমীতে দেবী দুর্গাকে শাক্ত মতে পুজো করেন অনেকে। দশমীতে দেবীর বিদায়।

কথিত আছে, দশমীতে পান্তা ভাত, কচু শাক এবং ইলিশ মাছ খাইয়ে মেয়ে উমাকে আবার স্বামীর ঘরে কৈলাশে পাঠান তাঁর মা। সেই অনুযায়ী, দশমীতে দেবীর বিদায়ে পালিত হয় এক বিশাল মিলন উৎসব।

ওইদিন বড়রা কোলাকুলি করেন। ছোটরা বড়দের পায়ে প্রণাম করে আশীর্বাদ নেয়। সেই সঙ্গে হয় মিষ্টি মুখের পালা। তাইতো দুর্গা পুজোকে উপলক্ষ্য করে বাঙালি আবেগে, আনন্দে ভেসে ওঠে। সারা বছরের সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে বাঙালি নানা রঙে মেতে ওঠে এই কদিন।

মহালয়ার পর দেবী দুর্গা কখন আসেন পিতৃগৃহে, কোনদিন উমাকে কোন রূপে পুজো করে বাঙালি দেখুন