Ramadan Mubarak (File image)

Ramadan: রোজা এটি ফারসি শব্দ, যার অর্থ উপবাস। রোজা শব্দটিই প্রচলিত। কোরআন-হাদিসে এটিকে সিয়াম বলে। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। প্রকৃতপক্ষে রোজার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে তাকওয়া ও পরহেজগারী অর্জন করা। এবং এইসময় দৈহিক কামনা-বাসনা নিয়ন্ত্রণে রাখা। রোজা আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের পরীক্ষা।

আশা করা হচ্ছে ১ মার্চ শনিবার ভারতের আকাশে চাঁদ দেখা যাবে। সেই মতো রমজানের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে, চাঁদ দেখা গেলে প্রথম রোজা পালন হবে ২ মার্চ। অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে শনিবার থেকে সেখানে রোজা শুরু হচ্ছে। দেশটি ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে। আপনার প্রিয়জনদের রইল রমজানের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।

Ramadan Mubarak (File image)

 

Ramadan Mubarak (File image)

 

Ramadan Mubarak (File image)

 

Ramadan Mubarak (File image)