Ramadan: রোজা এটি ফারসি শব্দ, যার অর্থ উপবাস। রোজা শব্দটিই প্রচলিত। কোরআন-হাদিসে এটিকে সিয়াম বলে। সাওম বা সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। প্রকৃতপক্ষে রোজার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে তাকওয়া ও পরহেজগারী অর্জন করা। এবং এইসময় দৈহিক কামনা-বাসনা নিয়ন্ত্রণে রাখা। রোজা আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের পরীক্ষা।
আশা করা হচ্ছে ১ মার্চ শনিবার ভারতের আকাশে চাঁদ দেখা যাবে। সেই মতো রমজানের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে, চাঁদ দেখা গেলে প্রথম রোজা পালন হবে ২ মার্চ। অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে শনিবার থেকে সেখানে রোজা শুরু হচ্ছে। দেশটি ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে। আপনার প্রিয়জনদের রইল রমজানের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।



