Maha Saptami 2024: আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী (Maha Saptami 2024)। পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান-সন্ততি নিয়ে কৈলাস থেকে মর্ত্যে অবতরণ করেন। মহাষষ্ঠীতে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। মহালয়ার একসপ্তাহ পর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া পর্যন্ত হিন্দু বাঙালির কাছে দিনগুলো অত্যন্ত প্রিয়। এই মহাসপ্তমীতে আপনি আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা। দেখুন-