Sawan 2022: শ্রাবণ মাসের পবিত্র সূচনায় সকলের জন্য রইল মহাদেবের পুজোর জরুরি তথ্য, শেয়ার করুন Facebook, whatsapp, Twitter এ
Photo Credit_Lateslymedia.com

 বাংলা মাসের চতুর্থ মাস শ্রাবণ মাস। শ্রাবণের এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে, শ্রাবন মাসে শিব-পার্বতী , উভয়েই মর্ত্যে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আর্শীবাদ করেন। প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন, জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ-সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। মহাদেবের পূজার দিন সোমবারে কি কি মেনে চলবেন তা রইল আপনাদের জন্য -

শ্রাবণ মাসের মহাদেবের পুজোয় তিল অর্পন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়।
শ্রাবণ মাসের ব্রত পালনের সময় উপবাসের আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করার রীতি রয়েছে
শ্রাবণের সোমবার বা পারনের দিন একবেলা সেদ্ধ খাওয়া উচিত,এদিন কোনও ফোঁড়ন দিয়ে রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ
শ্রাবণ সোমবার উপবাসের দিন সকাল বেলায় স্নান সেরে চার প্রহরে শিবলিঙ্গে জল ঢালা উচিত।