আজ ২৬ জানুয়ারি, ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত। ১৯৫০ সালে আজকের দিনেই দেশে কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি ধুমধাম করে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। দিল্লির নবরূপে সজ্জিত কর্তব্যপথে কুচকাওয়াজের পাশাপাশি দেশজুড়ে হবে প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন অনুষ্ঠান।
১৯৪৭ সালের ১৫ অগাস্টে স্বাধীনতা লাভের পর গণপরিষদে ২৬ নভেম্বর ১৯৪৯ সালে সংবিধান গৃহীত হয় এবং ঠিক ২ মাস পরে ২৬ জানুয়ারী ১৯৫০ সালে ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবিধান কার্যকর করা হয়। এই দিনে, ভারতকে একটি পূর্ণ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল। উল্লেখযোগ্য ভাবে ১৯৩০ সালের ২৬ জানুয়ারি, ভারতীয় জাতীয় কংগ্রেসও পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছিল।আজকের এই বিশেষ দিনে দেশবাসীকে রইল তাই শুভেচ্ছা ভরা বার্তা।
Republic-Day-Quote-1