Republic Day 2023 Messages: রাত পেরোলেই ৭৪তম প্রজাতন্ত্র দিবস, তারই উদযাপনে সকলের সঙ্গে ভাগ করে নিন  লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা বার্তা

Republic Day 2023 Messages: Congratulate 74th Republic Day through these Greetings, SMS and Image Quote in Bengali, Share on Twitter, facebook, Whatsapp, Instagram

এই বছর ২৬ জানুয়ারী, ভারত তার ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস সমগ্র দেশে প্রত্যেক ভারতীয় দ্বারা পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। যদি আমরা এই দিনের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ অগাস্টে  স্বাধীনতা লাভের পর গণপরিষদে ২৬ নভেম্বর ১৯৪৯ সালে সংবিধান গৃহীত হয় এবং ঠিক ২ মাস পরে ২৬ জানুয়ারী ১৯৫০ সালে ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সংবিধান কার্যকর করা হয়। এই দিনে, ভারতকে একটি পূর্ণ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল। উল্লেখযোগ্য ভাবে ১৯৩০ সালের ২৬ জানুয়ারি, ভারতীয় জাতীয় কংগ্রেসও পূর্ণ স্বাধীনতা ঘোষণা করেছিল।

প্রজাতন্ত্র দিবসের দিনে  ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন জমকালো কুচকাওয়াজের আয়োজন করা হয়।  যাতে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট অংশ নেয়। সেই সঙ্গে অংশ নেয় বিভিন্ন রাজ্যের ও মন্ত্রকের রঙিন ট্যাবলো। তাই আগামীকাল সকালে সেই সব দৃশ্য চাক্ষুষ করার আগে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের আগের রাতেই  লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা বার্তা, হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা, কবিতা, এসএমএসের মাধ্যমে অভিনন্দন জানাতে পারেন আপনার বন্ধু বান্ধব সহ পরিবারের সকলকে।