Jagannath Dev (Photo Credit: X)

Rath Yatra 2025: 'রথযাত্রা, মহা ধুমধাম...'। ২৭ জুন পূণ্য রথযাত্রা (Rath Yatra)। এইদিন রথে চড়ে মহাপ্রভু জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা মাসির বাড়িতে যাবেন। জগন্নাথদেবের মাসির বাড়িতে যাত্রা উদ্দেশে সৈকত শহর পুরীতে (Puri) লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। গোটা দেশ থেকে মানুষ এই দিনে ওড়িশায় হাজির হন। রওনা দেন পুরীর মন্দিরের উদ্দেশে। জগন্নাথদেবের (Jagannath Dev)  কৃপা লাভ করতে মানুষ যেন সমস্ত বাধা, বিপত্তি পেরিয়ে সৈকত শহরে হাজির হতে চান। তাইতো রথযাত্রার কয়েক মাস আগে থেকে পুরীর সমস্ত, হোটেল, লজ সব ভরা থাকে। মানুষের ভিড়ে চিঁড়ে চ্যাপ্টা হয়ে যায় সৈকত শহর। তারপরও মানুষের উৎসাহের কোনও খামতি নেই। জগন্নাথদেবের একবার দর্শন পেতে, শত বাধা পেরিয়েও মানুষ পুরীতে হাজির হন।

আরও পড়ুন: Rath Yatra 2025: রথযাত্রায় ভাগ্য খুলছে এই ৪ রাশির, জগন্নাথদেবের কৃপায় জীবনে হবে ধনবর্ষা, দাম্পত্য সুখ পড়বে উপচে

রথযাত্রা উপলক্ষ্যে পুরী যখন লোকে লোকারণ্য, সেই সময় খাওয়া দাওয়ার বিষয়েও থাকতে হবে সাবধান। বলা হয়, রথযাত্রায় কয়েকটি খাবার মুখে তুলতে নেই একেবারে।

কোন কোন খাবার খেতে নেই রথযাত্রায়...

এইদিন কলমি শাক খেতে নেই।

রথাত্রায় মুখে দিতে নেই পুঁই শাকও।

পটল থেকে দূরে থাকুন রথযাত্রায়। এইদিন কোনওভাবে পটল খেতে নেই বা বাড়িতে রান্নাও করতে নেই।

তিতো জাতীয় কোনও খাবার রথযাত্রায় খেতে নেই। উচ্ছে, করলা থেকে নিম পাতা। তিতো খাবার মুখে তুলতে নেই রথযাত্রায়।