Jagannath Dev (Photo Credit: X)

Rath Yatra 2025: শুক্রবার অর্থাৎ ২৭ জুন রথযাত্রা (Rath Yatra)। পুরীতে (Puri) এইদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেবেন জগন্নাথদেব। সঙ্গে থাকবেন বলভদ্র এবং সুভদ্রা। রথযাত্রা উপলক্ষ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে। পুরীর পাশাপাশি গোটা দেশের বিভিন্ন জায়গাতেও ধুমধাম করে রথের রশিতে টান পড়ে। মহাকুম্ভ, কুম্ভ, অর্ধ কুম্ভের মত হিন্দুদের কাছে রথযাত্রা ও এক পবিত্র এবং প্রধান উৎসব হিসেবে মান্যতা পায়। জগন্নাথদেবকে দর্শন করতে তাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন পুরীর সৈকত শহরে হাজির হন। প্রত্যেক বছরের মত এবারও রথযাত্রা উপলক্ষে ভাগ্য খুলতে চলেছে এই রাশির (Zodiac Signs) মানুষদের। জগন্নাথের (Jagannath Dev)  কৃপায় কোন কোন রাশির ভাগ্য খুলছে রথের দিন থেকে, তা নিয়ে মানুষের জল্পনার বিরাম নেই। কেরিয়ার থেকে টাকা পয়সা থেকে দাম্পত্য সুখ, সামাজিক প্রভাব প্রতিপত্তি কোন কোন রাশির (Rashifal) ভাগ্যে এসে কড়া নাড়ছে তা দেখে নিন।

বৃষ রাশির ভাগ্য খুলতে চলেছে এই রথযাত্রা থেকে। এই রাশিরমানুষদের পরিশ্রমের ক্ষমতা রয়েছে। ফলে এই রাশির সহায় জগন্নাথদেব স্বয়ং। তাইতো রথযাত্রার দিন থেকে জগন্নাথদেবের কৃপায় এই আশীর্বাদে এই রাশির মানুষদের জীবন ভাল যাবে। ঈশ্বরের কৃপায় এই রাশির মানুষরা জীবনের সমস্ত বাধা, বিপত্তি অতিক্রম করতে পারবেন অনায়াসে।

আরও পড়ুন: Ajker Rashifal, 26 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

কর্কট রাশির ভাল সময় আসতে চলেছে। রথযাত্রার দিন থেকে কর্কট রাশির মানুষদের জীবনে সুসময় আসতে চলেছে। জগন্নাথদেবের কৃপায় এই রাশির মানুষরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সাহসে ভর করে। তাঁরা জীবনে চলার পথে কোনও জিনিসকে ভয় পান না। সবকিছুতেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেন। তাইতো এই রাশির মানুষের জীবনযাপনে সর্বদা জগন্নাথদেবের কৃপা ভরপুর থাকে।

সিংহ রাশির জাতক, জাতিকারা জগন্নাথদেবের আশীর্বাদ ধন্য। তাইতো তাঁরা আত্মবিশ্বাসে ভরপুর। সিংহ রাশির মানুষের সামাজিক প্রতিপত্তি বজায় থাকে সর্বদা। এঁদের সিদ্ধন্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। সিংহ রাশির মানুষের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তুখোড়। তাইতো যে কোনও সময় তাঁরা মানুষের নজরে পড়েন এবং তাঁদের সামাজিক কর্তৃত্ব বজায় থাকে সব সময় জগন্নাথদেবের কৃপায়।

তুলা রাশির ভাল সময় আসছে রথযাত্রা থেকে। জগন্নাথদেবের কৃপাধন্য এই রাশির মানুষরা। পারিবারিক সম্পর্ক থেকে বন্ধুত্ব সব ক্ষেত্রেই তুলা রাশির মানুষের উপর থাকে জগন্নাথদেবের প্রভাব। ফলে ঈশ্বরের উপর অপার ভক্তি এই রাশির মানুষদের সমস্ত বাধা বিপত্তি থেকে দূরে রাখতে সাহায্য করে।