ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস হল রমজান। মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র মাস এটি। অমাবস্যা তিথির পর প্রথম চাঁদ দেখতে পেলেই সেই সময় থেকে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজানের ঠিক এক মাস পর পালিত হয় খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর। এখনও পর্যন্ত ৯ এপ্রিল ভারতে ইদের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে ক্যালেন্ডারে। এখন চাঁদ দেখার উপর নির্ভর করবে সরকারি ছুটির দিনক্ষণ। পাশাপাশি, ৩৪ বছর পর ২০২৪ সালে মার্চ মাসে শুরু হবে রমজান। এর আগে ১৯৯১ এবং ১৯৯২ সালে মার্চের মাঝামাঝি রমজান মাস পড়েছিল।

ধর্মপ্রাণ মুসলিমরা এই মুহূর্তে অধীর আগ্রহে রমজানের অপেক্ষায়. তাঁর আগে সকলের জন্য রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তা-