Ram Navami 2024 Mehendi: রাম নবমী উপলক্ষে নিজের সুন্দর হাত দুটোকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন মেহেন্দিতে

মানুষকে নিজের সীমার গুরুত্ব এবং তার মধ্যে জীবনযাপন করার উপায় ব্যাখ্যা করেছিলেন শ্রী রাম। হিন্দু ধর্মে শ্রী রামের জন্মোৎসব তথা রাম নবমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালন করা হয় শ্রী রামের জন্মবার্ষিকী। ২০২৪ সালে ১৭ এপ্রিল পালন করা হবে রাম নবমী। এই উৎসবটি পালন করার জন্য সকলেই নিজের নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

রাম নবমী পালন করা হয় ভিন্ন ভিন্ন ভাবে। অনেকেই নিজের বাড়িতে শ্রী রামের পুজো করে পালন করে রাম নবমী, আবার অনেকেই আছেন যারা এই দিন মন্দিরে গিয়ে ভক্তিমূলক গানের মাধ্যমে পালন করে রাম নবমী। হিন্দু ধর্মে এই উৎসবের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। উৎসব মানেই নারীরা বাড়ির সঙ্গে সুন্দর করে সাজিয়ে তোলে নিজেদেরকেও। নারীরা যেকোনও অনুষ্ঠানে মেহেন্দি দিয়ে নিজের হাত সুন্দর করে সাজাতে খুব পছন্দ করে। তাই রাম নবমী উপলক্ষে নিজের সুন্দর হাত দুটোকে আরও সুন্দর করে সাজিয়ে তুলুন মেহেন্দিতে।

  • মেহেন্দির মাধ্যমে হাতে করা যেতে পারে রাম ও সীতার নকশা।
  • মেহেন্দির মাধ্যমে হাতে লেখা যেতে পারে "রাম" নাম।
  • মেহেন্দির মাধ্যমে হাতে তুলে ধরা যেতে পারে রাম নবমীর পূর্ণিমার চাঁদ।