আজ ২০ মার্চ, পুষ্য নক্ষত্রের দিন হওয়ায় সঙ্গে আজ আমলকী একাদশী বা রঙ্গভারী একাদশীও। এককথায় আজকের দিনটি খুবই শুভ। পুষ্য নক্ষত্র হল নক্ষত্রপুঞ্জের রাজা। ২৭টি নক্ষত্রের মধ্যে অষ্টম স্থানে রয়েছে পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করে চাঁদ। ১২টি রাশির মধ্যে, কর্কট রাশি হল সেই রাশি যার গুরু চন্দ্র।
কর্কট রাশি ছাড়া চাঁদ অন্য কোনও রাশির গুরু নয়, তাই মান্যতা রয়েছে পুষ্য নক্ষত্র সম্পদের জন্য পবিত্র। এই দিনকে কেনাকাটার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে, আজ তথা ২০ মার্চ রাত ১০:৩৯ মিনিট পর্যন্ত থাকবে পুষ্য নক্ষত্র। এই সময়ের মধ্যে কেনাকাটা করা খুবই ভালো। দীর্ঘমেয়াদী কেনাকাটা এই নক্ষত্রে করা খুবই উপকারী।
পুষ্য নক্ষত্রের অর্থ হল যিনি লালন করেন। মান্যতা রয়েছে, এই নক্ষত্রটি শুভ ও কল্যাণকর। যেকোনও নতুন পণ্য কেনার জন্য এই দিনটি পবিত্র বলে মনে করা হয়। ২০২৪ সালে হোলাষ্টক চলছে ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত। হোলাষ্টকের এই আটদিন শুভ কাজ করা না গেলেও ২০ মার্চ দিনটি একটি শুভ দিন। এদিন হলুদ রঙের জিনিস কেনা শুভ, যেমন সোনার গয়না, হলুদ রঙের কাপড় বা পিতলের বাসন।