Christmas 2023: বড়দিনের শেষলগ্নে কেকের দোকানগুলোতে উপচে পড়া ভিড়
Christmas 2022 (Photo Credits: Wikimedia Commons)

২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মানুষজন মেতে উঠেছেন খ্রিষ্টমাস উদযাপনে (Christmas 2023)। যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে দেশ বিদেশের শহরের অলিগলি, আনাচ কানাচ সেজে উঠেছে আলোর রোশনাইয়ে। চার্চগুলোতে জনসমাগমের ঢল নামবে আজ। যীশু খ্রিষ্টের কাছে আজ মোমবাতি জ্বালিয়ে নিজের মনের ইচ্ছা জানাবে সকলে। সান্তা ক্লজের সঙ্গে জল সওয়ারি, খ্রিষ্টমাসে অভিনব আয়োজন মধ্যপ্রদেশ পর্যটন বিভাগের

তবে খ্রিষ্টমাসের (Christmas 2023) আরও এক গুরুত্বপূর্ণ জিনিস হল কেক। বড়দিন নিয়ে কথা হবে আর কেকের কথা ভুলে গেলে চলে। যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে এদিন কেক কাটা হয় চার্চ গুলোতে। বাড়িতে কেক কাটেন খ্রিষ্টা ধর্মাবলম্বীরাও। কেকের দোকান গুলোতে উপচে পড়ে লোকের ভিড়। সেই ভিড় সামলাতে সামলাতে নাজেহাল অবস্থা দোকানদারদের। তবে দোকানে গিয়ে কেক কেনা ছাড়াও বাড়িতে কেক বানানোর একটা চল রয়েছে খ্রিষ্ট ধর্মের মানুষদের মধ্যে। বাড়িতে নিজের মনের মত কেক বানিয়ে ‘পিতা’কে উৎসর্গ করেন তাঁরা।  জন্মদিনে দেবের উপহার একেবারে ‘হাউসফুল’

এদিন চার্চে গিয়ে প্রেয়ার করা, কেক-পানীয় খাওয়া যেন এক উৎসব হয়ে উঠেছে। চার্চগুলো আজ রানী বেশে সেজে উঠেছে। বড়দিন উপলক্ষ্যে এক সপ্তাহ ধরে চলে উৎসব উদযাপন। আত্মীয় বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, একে অপরের বাড়ি গিয়ে হুল্লোড় করা বাড়তি পাওনা। খ্রিষ্টমাস (Christmas) মূলত খ্রিষ্টান ধর্মের উৎসব হলেও এই উৎসবে গা ভাসায় সকল ধর্মের মানুষই। দুর্গা পুজো, কালি পুজোর মতোই খ্রিষ্টমাসের এইদিন গুলোতেও যেন মানুষের মনে উৎসবের রং লাগে।