ছেলে নাকি মেয়ে। পুরুষ না মহিলা। কারা বেশী বুদ্ধিমান, কে বেশী চালাক, কারা বেশী স্মার্ট। এই নিয়ে তর্ক বহু দিনের। লিঙ্গ অনুযায়ী কে বেশী স্মার্ট বা বুদ্ধিমান তা নিয়ে বিস্তর গবেষণাও হয়েছে। তবে জার্মানির তুবিনগেন বিশ্ববিদ্যালয় যে গবেষণাটা করল, তা কিছুটা অভিনব বলা চলে। সেই জার্মান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সদ্যোজাতদের মধ্যে এই বিষয়ে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গভীর গবেষণা চালাল।
এই পরীক্ষায় ২০ জন ১৩ থেকে ৫৯ দিন বয়েসের ও তিন মাসের মোট ৪৩টি ভ্রুণের ওপর ম্যাগনেটোয়েনসেফালোগ্রাফি বা এমইডি টেকনিক প্রয়োগ করল। এই টেকনিকের মাধ্যমে অন্তস্বত্বা মহিলার পেট এবং এমইডি সেন্সরের ওপর 'শব্দ বেলুন'-এর ব্যবহার করল। শব্দের ওঠানামায় তাদের প্রতিক্রিয়া থেকে গবেষণাপত্র তৈরি হল।
দেখুন গবেষণার বিস্তারিত ফল
Are boys smarter than girls? Study solves mystery, finds brain activity of #babygirls more complex than #boys
Read: https://t.co/h1PcRFUCeD#healthcare pic.twitter.com/8kfm0HCL0b
— News9 (@News9Tweets) April 29, 2024
তার ওপর এর ফলাফলে দেখা গেল, ছেলেরা মেয়েদের থেকে মস্তিষ্কে দ্রুত বার্তা পৌঁছতে পারছে। মেয়ে সদ্যোজাত সন্তানদের মস্তিষ্ক ছেলেদের তুলনায় অনেক বেশী জটিল হয়।