Swami Vivekananda (Photo Credit: Latestly)

বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গোটা দেশ জুড়ে পালিত হয় যুব দিবস। তাই বলা হয়, মণীষিদের মৃত্যু হয় না, তাঁরা জগতের প্রত্যেক মানুষ এবং প্রাণীর মনে বিরাজ করেন। উত্তর কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় নরেন্দ্রনাথ দত্তের। উত্তর কলকাতার বিলে একদিন গোটা বিশ্বের মানুষকে উদবুদ্ধ করবেন, তা হয়ত কারও জানা ছিল না। তাইতো শিকাগো শহরে গিয়ে স্বামীজির বক্তব্য যেন এখনও মানুষের মনে কাটা দেয়। স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাই প্রত্য়েক ভারতবাসীর মনে যেন গাঁথা হয়ে থাকে তাঁর অমোঘ বাণী...

তাঁরাই একা থাকেন, যাঁরা অন্যের জন্য জীবিত থাকেন...

মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় তোমার মনের মধ্যে অবস্থিত...

এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে, আর জগৎ তোমার জন্য কাঁদবে...

নিজের উপর বিশ্বাস না এলে, ঈশ্বরের উপর বিশ্বাস আসে না...

শুধু বড়লোক হয়ো না, বড় মানুষ হও...