Skin Allergy. (Photo Credits: Pixabay)

মাঙ্কিপক্স (Monkeypox) থাবা বসিয়েছে বিশ্বের ৭৮টি দেশে। ভারতেও (India) এর প্রভাব পড়তে শুরু করেছে। মাঙ্কিপক্স থাবা বসিয়েছে কেরল এবং দিল্লিতেও। কেরলে ৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। অন্যদিকে দিল্লিতেও একজনের শরীরে মাঙ্কিপক্স থাবা বসিয়েছে। সবকিছু মিলিয়ে মাঙ্কিপক্স নিয়ে ভারতীয়দের মধ্যেও আতঙ্ক ছড়াতে শুরু করেছে। মাঙ্কিপক্স না হলেও, অ্যালার্জি হলেও, অনেকে লাল দাগের আতঙ্ক ভুগতে শুরু করেছেন। এমনই একজন নয়ডাবাসী প্রিয়াঙ্কা। নয়ডার প্রিয়াঙ্কা সম্প্রতি ত্বকের অ্যালার্জিতে ভুগতে শুরু করেন। লাল রঙের দাগ মুখে, পিঠে দেখা দিলে, তিনি চিকিৎসকের কাছে যান।

চিকিৎসক দেখে তাঁকে দেখে জানান, প্রিয়াঙ্কার মাঙ্কিপক্স হয়নি। তাঁর ত্বকে আলার্জি হয়েছে। ফলে মাঙ্কিপক্স নিয়ে ভারতের বিভিন্ন জায়গার মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

আরও পড়ুন: Partha Chatterjee: 'সময় সব বলবে', হাসপাতাল থেকে বেরিয়ে ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

প্রসঙ্গত, দিল্লিতে বছর ৩১-এর যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত, তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। যা নিয়ে চিকিৎকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।