এবার বড়দিন সোমবার পড়েছে, ফলে শনিবার বিকেল থেকে কম বেশি সকলেই পার্টি মুডে চলে যাবে। চলবে হইহই, মজা, আড্ডা, ঘুরতে যাওয়া। বছরের অন্যান্য উৎসবের মতো বড়দিনেও বন্ধু, প্রিয়জনদের শুভেচ্ছায় ভরিয়ে দেন প্রায় সকলেই। এখন বড়দিনের হুল্লোড়ে যুক্ত হয়েছে পশ্চিমী ছোঁয়া। তাই বড়দিনের আগের সন্ধ্যায় ক্রিস্টমাস ইভ (Christmas Eve)-এ প্রিয়জনকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানানোর জন্য অভিনব শুভেচ্ছা বার্তা এনেছে 'লেটেস্টলি বাংলা' (LatestLY)।