Mawlid 2025: বৃহস্পতিবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর মাওলিদ না মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী যথেষ্ঠ সাড়ম্বরের সঙ্গে পালন করেন মুসিলম ধর্মাবলম্বী মানুষজন। প্রত্যেক বছর উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে এই মিলাদুন্নবী পালন করা হয়। নবী মহম্মদের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা জ্ঞাপন করা হয় এই দিনে।
রবিউল আউয়ালের তৃতীয় মাস অতি পবিত্র। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী এই মাসেই পালন করা হয় মিলাদুন্নবী। ৩ সেপ্টেম্বর বিকেল থেকে মিলাদুন্নবীর উৎসব শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে। চলবে ৪ সেপ্টম্বর সারা দিন, রাত জুড়ে।
নবী মহম্মদের জন্মদিনের অনুষ্ঠানকে মিলাদুন্নবী হিসেবে চিহ্নিত করা হয়। এইদিন নবী মহম্মদকে স্মরণ করে যে অনুষ্ঠান হয়, তাকে সিরাতুন্নবীও বলা হয়। এই দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নবীর জীবন, শিক্ষা এবং তাঁর অবদান স্মরণ করন। পবিত্র কোরানের পাঠ থেকে ধর্মীয় আলোচনা হয় এই দিনে। রলিউল আউয়াল মাসেই এই পবিত্র মিলাদুন্নবী উৎসবে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
মিলাদুন্নবী ভালবাসা ছড়ায়। মানুষের উপর মানুষের শ্রদ্ধা, ভালবাসা বৃদ্ধি করতে এই উৎসব পালন করা হয়। নবী মহম্মদের জীবনের আদর্শ যাতে প্রত্যেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তার জন্যই এই পবিত্র মিলাদুন্নবী পালন করা হয়।