Kojagiri Purnima 2025: আগামী সোমবার অর্থাৎ ৬ অক্টোবর লক্ষ্মী পুজো (Kojagiri Purnima 2025)। পূর্ণ চন্দ্র আকাশে উঠলে কোজাগরী পূর্ণিমা বা শরদ পূর্ণিমা পালন করা হয়। আশ্বিন মাসের শুক্ল পক্ষে পালন করা হয় এওই লক্ষ্মী পুজো (Laxmi Puja)। যা দুর্গা পুজো অব্যবহতি পরেই বাঙালিরা পালন করেন।
কোন কোন রাজ্যে লক্ষ্মী পুজো হয় কোজাগরী পূর্ণিমায়
পশ্চিমবঙ্গে শরদ পূর্ণিমায় লক্ষ্মী পুজো হয়। বাংলার পাশাপাশি ওড়িশা এবং অসমেও পালন করা হয় এই কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো।
কোজাগরী পূর্ণিমার তারিখ
৬ অক্টোবর কোজাগরী পূর্ণিমা বা শরদ পূর্ণিমা। সোমবার অর্থাৎ ৬ অক্টোবর কোজাগরী পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। ৬ অক্টোবর দুপুর ১২.২৩ মিনিট থেকে শুরু হচ্ছে কোজাগরী পূর্ণিমা তিথি। থাকবে ৭ অক্টোবর সকাল ৯.১৬ মিনিট পর্যন্ত। তবে কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার বিশেষ দিন হল ৬ অক্টোবরই।
লক্ষ্মী পুজো করার সেরা সময়
কোজাগরী পূর্ণিমায় অর্থাৎ ৬ অক্টোবর রাত ১১.৪৫ থেকে পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে। শুভ সময় শেষ হচ্ছে রাত ১২.৩৪ মিনিটে।
চাঁদ উঠবে কখন
৬ অক্টোবর বিকেল ৫.২৭ মিনিট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে। ৭ অক্টোবর সকাল ৬.১৪ মিনিট পর্যন্ত পূর্ণ চন্দ্র আকাশে থাকবে বলে জানা যাচ্ছে।