Karwa Chauth 2025: দুর্গা পুজোর পরে এবং দীপাবলির ঠিক আগে পলান করা হয় করওয়া চউথ (Karwa Chauth)। উত্তর এবং পশ্চিম ভারতে বিশেষ করে এই উৎসব পালন করেন বিবাহিত মহিলারা। তবে মাস, কাল ভেদে বাঙালিদের মধ্যেও এখন অনেকেই করওয়া চউথ পালন করেন। স্বামীর মঙ্গল কামনায় সারাদিন উপোস করে, সন্ধেবেলায় চন্দ্র দর্শন করে তবেই জলপান করেন মহিলারা। আর এই প্রথাকেই বলা হয় করওয়া চউথ।
আগামী ১০ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে মহিলারা করওয়া চউথ পালন করবেন। তবে করওয়া চউথের তিথি শুরু হচ্ছে ৯ অক্টোবর রাত ১০.৫৪ মিনিট থেকে। তবে ১০ অক্টোবরই করওয়া চউথ পালন করবেন দেশের প্রত্যেক প্রত্যেক মানুষ।
করওয়া চউথের ব্রতয় সারাদিন উপোস করে, তারপর চালুনির মধ্যে দিয়ে চন্দ্র দর্শন করে, স্বামীর মুখ দেখেন সধবা মহিলারা। চাঁদ দেখে, স্বামীর মুখ দর্শন করে তাঁর হাত থেকে জলপান করে তবেই ব্রত ভাঙার নিয়ম।
করওয়া চউথের অনুষ্ঠানে মহিলারা নতুন শাড়িতে সেজে ওঠেন। হাতে থাকে রংবেরংয়ের কলস বা ঘট। যে কলসে জল ভরে চন্দ্র দর্শনের পর স্বামীর মুখ দেখে সধবারা উপোস ভাঙেন। তাই করওয়া চউথে মহিলারা হাতে মেহেন্দি পরেন অত্যন্ত আনন্দ সহকারে।
করওয়া চউথে সাজতে কীভাবে হাত ভরে মেহেন্দি পরবেন দেখুন সেই সমস্ত ডিজ়াইন...