Kartika Maas 2025 (Photo Credit: Latestly)

Kartika Maas 2025: আশ্বিন শেষ হয়ে পড়ছে কার্তিক। পবিত্র কার্তিক মাস ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। হিন্দুদের ক্যালেন্ডার অনুযায়ী, এই কার্তিক মাসের অপরিসীম গুরুত্ব রয়েছে। শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর পুজো করা হয় এই পবিত্র কার্তিক মাসে। এই মাসকে জ্ঞান এবং দীক্ষার মাস বলে মনে করা হয়। তাই দেশের বিভিন্ন প্রান্তে বিশেষভাবে এই মাস পালন করা হয়।

আরও পড়ুন: Baba Vanga's Sensational Prediction: বাবা ভাঙার চমকপ্রদ গণনা, এই ৪ রাশির হাতে টাকা উপচে পড়বে, মালামাল হবেন কারা দেখুন

কার্তিক মাসের গুরুত্ব 

কার্তিক মাসকে ত্যাগের মাস হিসেবেও মনে করা হয়। কার্তিক মাস জুড়ে বাঙালিরা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালান। কার্তিক মাসের প্রত্যেক সন্ধ্যায় বহু বাঙালি বাড়িতে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে দেখা যায়।

এই কার্তিক মাসে যাঁরা উপোস করে শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর পুজো করেন, তাঁরা জীবনে সমৃদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। ভক্তি ভরে কার্তিক মাস পালন করলে, জীবনে সুখ, সমৃদ্ধি উপচে পড়ে। এমন ধারনাও রয়েছে হিন্দুদের মধ্যে।

কার্তিক মাসে কোন কোন উৎসব রয়েছে 

কার্তিক মাসে কালী পুজো রয়েছে

অনেকে দিপান্বিতা লক্ষ্মী পুজো করেন। যেখানে গৃহস্থ অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর আরাধনা করেন

ভাইফোঁটা পালন করা হয় এই কার্তিক মাসেই

গোবর্ধন পুজো

অন্নকূটও পালন করা হয় কার্তিক মাসে

রয়েছে কার্তিক পূর্ণিমা

কার্তিক একাদশী পালনের রীতিও রয়েছে

কার্তিক মাসে বিয়ের মত শুভ কার্য সম্পন্ন হয় না

কার্তিক মাসকে সবচেয়ে শুভ বলে মনে করা হলেও, এই মাসে বিয়ে হয় না। হিন্দু মতে, এই সময় ভগবনা বিষ্ণু ঘুমিয়ে থাকেন। ভগবান বিষ্ণু যতক্ষণ জাগ্রত না হন, ততক্ষণ বিয়ের মত শুভ কাজ করা হয় না।