Baba Vanga's Prediction: ২০২৫ সাল শেষ হতে চলেছে। চলতি বছর শেষের মুখ থাকলেও বাবা ভাঙার (Baba Vanga) ভবিষ্য়তবাণী আবার প্রকাশ্যে এল। বছর যখন প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে, সেই সময় বুলগেরিয়ান জ্যোতিষীর ভবিষ্যতবাণী বা গণনা আবার তোলপাড় শুরু করেছে।
২০২৫ সালের শেষে বাবা ভাঙার যে গণনা প্রকাশ্যে আসেছে, তা দেখে চমকে উঠতে হয়। বুলগেরিয়ান সাধক বা জ্যোতিষী বাবা ভাঙা জানান, আগামী কয়েক মাসের মধ্যে রাশি চক্রের (Zodiac Signs) ৪ রাশির হাতে বিপুল অর্থ আসতে চলছে। কেউ কেউ কোটিপতিও হতে পারেন। বাবা ভাঙার গণনার জেরে এমন তথ্য প্রকাশ্যে আসছে।
বুলগেরিয়ান জ্যোতিষী জানান, আগামী কয়েক মাসের মধ্যে সিংহ, মিথুন, বৃষ এবং কুম্ভ রাশি মালামাল হতে চলেছেন। ভাগ্য দেবতা প্রসন্ন হচ্ছেন এই ৪ রাশির মানুষের উপর।
বাবা ভাঙা কী জানিয়েছেন এই ৪ রাশির মানুষকে নিয়ে দেখুন
বাবা ভাঙার গণনা অনুযায়ী, সিংহ রাশির সুসময় ফিরতে চলেছে। আগামী ৩ মাসের মধ্যে এই ৩ রাশির মানুষজন সুসময়ের মধ্যে দিয়ে যাবেন। চাকরিতে পদোন্নতি থেকে বেতন বৃদ্ধির মত লাভজনক সময়ের মধ্যে দিয়ে সিংহ রাশির জাতকরা যাবেন বলে জানিয়েছেন বাবা ভাঙা।
কুম্ভ রাশির মানুষেরও সুসময় আসছে বলে জানান বাবা ভাঙা। কুম্ভ রাশির জাতকদের জীবনে সুখ নেমে আসবে। চাকরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির যোগ রয়েছে বলে বাবা ভাঙা জানিয়েছেন এই রাশির মানুষজনকে নিয়ে।
বৃষ রাশির ক্ষেত্রেও ভাল ভাল কথা জানিয়েছেন বাবা ভাঙা। ২০২৫ সালের শেষ থেকে বৃষ জাতির জাতক, জাতিকারা ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন। সম্পদ যেমন পাবেন এই রাশির জাতকরা, তেমনি তাঁরা খ্যাতিও পাবেন বলে ভবিষ্যত বাণী করেছেন বাবা ভাঙা।
মিথুন রাশির জাতক, জাতিকাদের জীবনেও যশ, খ্যাতি নিয়ে আসবে বছরের এই শেষ কয়েকটি মাস। এই রাশির জাতকদের পদোন্নতি হবে। বেতন বৃদ্ধি পাবে বলে জানান বাবা ভাঙা।