Kartik Puja (File Image)

কলকাতা: মা দুর্গার এক সন্তান হলেন কার্তিক ৷ কার্তিক মাসে দেবতা কার্তিকের পূজা করা হয়। কার্তিকের অনেক নাম আছে অম্বিকেয়, কৃত্তিকাসুত, কুমার, দেব সেনাপতি, গৌরী সুত এবং শক্তিপানী নামেও পরিচিত। বিশ্বাস করা হয় যাদের সন্তান হচ্ছে না তাঁরা যদি কার্তিকের পূজা করেন তাহলে তাদের সন্তান লাভ হয়। এই জন্যে অনেক নিসন্তান বিবাহিত দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর রেখে আসেন তাঁদের আত্মীয়-পরিজনরা। কার্তিক বাংলায় চিরকুমার নামেই পরিচিত। বাংলার বেশ কিছু জায়গায় ধুমধাম করে কার্তিক পুজো (Kartik Puja 2023) করা হয়। আরও পড়ুন: Bhai Dooj 2023 Date: এই বছর কবে পালিত হবে ভাইফোঁটা? উত্‍সবের সঙ্গে প্রচলিত নানান পৌরাণিক কাহিনী রইল আপনাদের জন্য

জেনে নিন এই বছরের কার্তিক পুজোর দিনক্ষণ -

সাধারণত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয়ে থাকে। এ বছর কার্তিক পুজো বা কার্তিক মাসের সংক্রান্তি পড়েছে ১৭ নভেম্বর, শুক্রবার৷ পঞ্জিকা মতে, ১৭ নভেম্বর ভোর ৪.৩৩ মিনিটে শুরু হচ্ছে নবমী তিথি ৷ নবমী তিথি থাকবে ১৮ নভেম্বর সকাল ৬ পর্যন্ত ৷ তবে বাংলার বাইরে কার্তিকপুজোর দিনক্ষণ আলাদা৷