Janmashtami (Photo Credit: File Photo)

Janmashtami 2025: আগামী ১৫ এবং ১৬ অগাস্ট পালন করা হবে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের পুজো কীভাবে করবেন, তার নানা ধরনের বিধি নিষেধ রয়েছে। কথিত আছে, জন্মাষ্টমী পালনের বহু নিয়ম রয়েছে। রাতের তিন প্রহর জুড়ে শ্রীকৃষ্ণের পুজো করা হয়। সারাদিন উপবাসের পর, রাতে প্রহরে প্রহরে জল ঢালা হয় শ্রীকৃষ্ণের মন্দিরে। কৃষ্ণাষ্টমীর নানাবিধ আচার থাকলেও, বাড়িতে গোপালের ভোগ তৈরি করেন বেশির ভাগ মানুষ।

আরও পড়ুন: Janmashtami 2025: জন্মাষ্টমীতে গোপালের পুজো করবেন কীভাবে, পুজোর তালিকায় মাখন, মিশ্রির সঙ্গে আর কী কী রাখতেই হবে আপনাকে, দেখে নিন চটপট

 শ্রীকৃষ্ণ মন্দিরে জন্মাষ্ঠমী পালনের পাশাপাশি বাড়ির পুজোয় গোপালের ভোগে কী কী রাখতে পারেন দেখুন 

শ্রীকৃষ্ণের মাখন এবং মিশ্রি বড় প্রিয়। শ্রীকৃষ্ণের মাখন, মিশ্রি খাওয়া নিয়ে যশোদা মায়ের সঙ্গে কত ধরনের খুনসুটি রয়েছে, তা অনেকেরই জানা।তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ বা গোপালের ভোগে মাখন, মিশ্রি অবশ্যই রাখুন।

লাড্ডু রাখুন ভোগের থালায়।

পেড়া রাখতে পারেন জন্মাষ্টমীর প্রসাদে।

শোনা যায়, পোহা খেতেও ভালবাসতেন শ্রীকৃষ্ণ। তাই চিডঁড়ের পোলাও বা পোহাও রাখুন।

ক্ষীর অবশ্যই রাখবেন।

শ্রীকৃষ্ণ বা গোপালের ভোগে মালপোয়া রাখতে ভুলবেন না।

রাখুন তালের বড়া, তাল ক্ষীর। প্রত্যেক বাঙালি পরিবারে জন্মাষ্টমী মানেই তালের পদ। দানা যায়, বাঙালিদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা জন্মাষ্টমীর আগে কখনও তালের বড়া বা তাল ক্ষীর মুখে তোলেন না। শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে নিবেদন করেই তবেই তাল পাতে তোলেন।