Janmashtami 2025: সামনেই জন্মাষ্টমী। এবার ১৫ অগাস্ট পড়েছে জন্মাষ্টমী। যা থাকবে ১৬ অগাস্ট পর্যন্ত। এই সময় নমপ্রাণ দিয়ে কৃষ্ণের পুজো করলে, আপনার মনোকামনা পূর্ণ হবে। মন্দিরের পাশাপাশি বাড়ির গোপালকেও পুজো করা হয় এদিন।
যাঁরা এই প্রথমবার গোপালের পুজো করবেন নিজের বাড়িতে, তাঁদের জন্যও এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জন্মাষ্টমী বলুন কিংবা গোপালের পুজো, যা বলে সম্মোধন করুন না, এই দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই জাঁকজমক করেই গোপালকে পুজো দিন। নিয়ম মেনে করুন উপাচার। ফুলের মালা থেকে শুরু করে মাখন, মিশ্রি, সব রাখুন বাজারের ফর্দ তালিকায়। গোপালের পুজোয় যেন কোনও কিছু বাদ না পড়ে যায়, সেদিকে রাখুন নজর।
আরও পড়ুন: Janmashtami 2025: ১৫ না ১৬ অগস্ট কবে পড়েছে জন্মাষ্টমী? গোপালের আশীর্বাদ পেতে কী করতে হবে জানা আছে?
গোপালের পুজোর উপকরণ হিসেবে কী কী লাগবে
গোপালের পুজোয় কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যার মধ্যে অন্যতম মাখন এবং মিশ্রি।
এছাড়া নারকেল, আম, শশা, কলা এগুলি থাকতে হবে ফলের তালিকায়।
থাকবে তুলসী পাতা, কর্পূর, ধূপকাঠি এবং আরতি করার জন্য প্রদীপ।
ঘি, ফুল, মালা যেন বাদ না পড়ে যায়, সেদিকে খেয়াল রাখুন।
গোপালের ভোগ দেবেন কী দিয়ে
মাখন, মিশ্রির পাশাপাশি চিনিও রাখতে পারেন গোপালের ভোগের বাটা বা থালায়। এর পাশাপাশি পঞ্চামৃত তৈরির জন্য দুধ, দই, চিনি, মধু এবং ঘি অবশ্যই রাখবেন ফর্দ তালিকায়।
জন্মাষ্টমীর অন্যতম প্রধান জিনিস তাল। এইদিনে বাঙালির ঘরে তালের ববড়া, তালের খির তৈরি করে গোপালকে ভোগ দেওয়া হয়।
অনেকে মালপোয়া তৈরি করেও গোপালের পুজোর ভোগ সাজান।
সেই সঙ্গে খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পায়েস দিয়েও গোপালের পুজো হয়।
জন্মাষ্টমীর রাতে পরপর তিন প্রহরে পুজো হয়। তাই যাঁরা উপবাসী থাকেন, তাঁরা প্রায় গোটা রাত ধরে জেগে থেকে পুজো করেন।