বাঙালির(Bengali) বিভিন্ন পূজাপার্বণের মধ্যে অন্যতম জন্মাষ্টমী(Janmashtami 2025)। এদিন মূলত গোপালের পুজো করা হয়। গোপালের জন্মদিন হিসেবে পালিত হয় এই দিন। শ্রীমদ্ভাগবত পুরাণ অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথির এক মধ্যরাতে জন্ম হয় গোপালের। এদিন হিন্দুরা ঘরে গোপালের পুজো করে থাকেন। শ্রীকৃষ্ণের সামনে তাঁর প্রিয়া খাবারদাবার অর্পণ করা হয়। তবে জানেন কি ঠিক কী উপায়ে পুজো করলে সন্তুষ্ট হয় গোপাল? জেনে নিন ঝটপট।
চলতি বছর কবে পড়েছে জন্মাষ্টমী?
২০২৫ সালে ১৫ অগস্ট শুক্রবার পড়েছে জন্মাষ্টমী। অষ্টমী থাকবে ১৬ অগস্ট রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত।
পুজোর শুভ সময় কখন?
জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত থাকবে ১৫ অগস্ট রাত ১২টা ৪ মিনিট থেকে রাত ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পুজো করলে শুভ ফল পাওয়া সম্ভব।
- জন্মাষ্টমী পুজোর নিয়মঃ স্নান সেরে শুদ্ধ জামাকাপড়ে পুজো করতে হবে।
- কাঠের পিঁড়িতে লাল কাপড় জড়িয়ে তার উপর গোপালকে বসান।
- গোপাললে দুধ দিয়ে স্নান করাতে হবে। দুধের মধ্যে ফুলের পাপড়ি ছড়িয়ে দিতে পারেন।
- স্নানের পর গোপালকে নিজের পছন্দমতো সাজান। মাথায় মকুট ও হাতে বাঁশি দিন।
- এরপর একে একে ফল, মিষ্টি, মাখন-সহ গোপালের যাবতীয় পছন্দের জিনিস দিন। ঘরে ধুপধুনো জ্বালান।
- আরাধনা শেষে গোপালকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে মুখ করে দোলান। গোপালের সামনে আরতি করুন।