Rath Yatra: শুরু হলো জগন্নাথ রথযাত্রা। প্রতি বছর হিন্দু ক্যালেন্ডারের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ রথযাত্রা (Jagannath Rath Yatra) বের হয়। রথযাত্রায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত পুরীতে পৌঁছন। পুরীর ভগবান জগন্নাথের মন্দিরটি দেশের প্রাচীন এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। রথযাত্রা উপলক্ষে সেখানে মানুষের ব্যপক ভিড় হয়, এবার রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাতে রাজ্য সরকারের উদ্যোগে সুবিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠছে। পুরীর মতো দিঘাতেও যাতে পর্যটকরা জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ পান সেই জন্যই এই উদ্যোগ নিয়েছে সরকার। তবে মন্দিরের কাজ সম্পূর্ণ হতে এখনও কিছুটা বাকি আছে। তাই আগামী বছর থেকে দিঘার জগন্নাথ মন্দির থেকে জাঁকজমক করে রথের চাকা গড়াবে। জগন্নাথ রথযাত্রা উপলক্ষে প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছাবার্তা।