মুহররম হলো ইসলাম বর্ষপঞ্জির প্রথম মাস। চারটি পবিত্রতম মাসের মধ্যে এটি একটি। মুহররম শব্দটি একটি  আরবি শব্দ।  যার অর্থ পবিত্র, সম্মানিত। প্রাচীনকাল থেকে মুহররম মাস পবিত্র হিসাবে গণ্য। মহররমের ১০ তারিখ বিশেষ মর্যাদাসম্পন্ন দিন, যাকে আশুরা বলা হয়ে থাকে। বিশেষ ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মাসটি । মহররম মাসের পরবর্তী মাসের নাম সফর।

আজকের এই পবিত্রদিনে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছা বার্তা। ইসলাম ধর্মাবলম্বী বন্ধুদের সঙ্গে শেয়ার করে উদযাপন করুন আজকের এই দিন।