প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর সত্ত্বাকে আরও একবার উদযাপন করতে এই আয়োজন। একজন শিশু কন্যা থেকে মহিলা হয়ে ওঠার প্রতিটি পর্বকে এই বিশেষ দিন উদযাপন করে। একজন তরুণী থেকে মা কিম্বা সাধারণ এক মহিলা থেকে পেশাগত জীবনে অসাধারণ হয়ে ওঠা নিয়ে প্রতিটি মহিলার জীবনেই কিছু না কিছু লড়াইয়ের কাহিনি থাকে। সেই লড়াইকেই কুর্নিশ জানায় নারী দিবস। মহিলাদের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অস্তিত্বকে কুর্নিশ জানিয়ে এই বিশেষ আয়োজন।
নারী দিবসের সকালে আপনার প্রিয় নারীর জন্য 'লেটেস্টলি' (LatestLY Bangla) সাজিয়ে এনেছে আন্তর্জাতিক নারী দিবসের (International Women's Day) শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছা পত্রগুলি আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন। নারীদের আরও এগিয়ে নিয়ে যেতে এবং অদম্য সাহসের অধিকারী হতে সাহায্য করুন।