International Tiger-Day 2023 (Photo Credit: File Photo)

আজ ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। পৃথিবীজুড়ে বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটিকে বেছে নেওয়া হয়। চোরাশিকার, বনাঞ্চল ধ্বংস, বেআইনি ব্যবসা ইত্যাদির কারণে বিগত ১৫০ বছরে প্রায় ৯৫ শতাংশ কমেছে বাঘের সংখ্যা। ২০১০ সাল থেকে শুরু হয় এই বিশেষ দিনটির পালন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠান থেকে এই দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।প্রসঙ্গত, বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ বাঘ ভারতেই রয়েছে। তবে চোরাশিকারকারী এবং বিশ্বের বিভিন্ন এলাকার প্রত্যন্ত গ্রামে বাঘ মারার প্রবণতা এখনও রয়েছে।

আজকের এই বিশেষ দিনে

International Tiger-Day 2023 (Photo Credit: File Photo)
International Tiger-Day 2023 (Photo Credit: File Photo)
International Tiger-Day 2023 (Photo Credit: File Photo)
International Tiger-Day 2023 (Photo Credit: File Photo)
International Tiger-Day 2023 (Photo Credit: File Photo)