মায়েদের জন্য আবার কোনও দিন হয় নাকি? অবশ্যই নয়। মায়েদের জন্য প্রতিদিনই বিশেষ দিন। কারণ মা তাদের সন্তানদেরকে ভালোবাসার জন্য, সন্তানদেরকে খুশি করার জন্য বিশেষ কোনও দিনের অপেক্ষা করেন না। তাহলে মায়েদের জন্য কেন বিশেষ দিনের অপেক্ষা?  যাঁর সঙ্গে জড়িয়ে আছে নাড়ির টান, জীবনের প্রথম শিক্ষাগুরু,জীবনের সবচেয়ে বড় আধার-মা (Mother)। সেই মা'কে সম্মান জানানোর আমাদের জীবনের প্রতিটা দিনই মাদার্স ডে (Mother's Day 2023)।মায়েদের সম্মাননায় একটা দিন যথেষ্ট না হলেও মে মাসের দ্বিতীয় রবিবার পালন বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day 2023)। এদিন মন খুলে মা'কে জানান নিজের মনের কথা।

আন্তর্জাতিক মাতৃ দিবস মানে মা'কে উপহার দেওয়া বা তাঁকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া নয়, এদিনটা মাতৃত্বকে উদযাপনের দিন।তাঁকে শুভেচ্ছা জানাতে শেয়ার করুন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছা পত্রগুলি-