International Friendship Day: জীবনে একজন সত্যিকারের বন্ধু পাওয়া খুব সৌভাগ্যের ব্যপার। জীবনে ভালো বন্ধু থাকলে কঠিন পথ অতিক্রম করা অনেক সহজ হয়। একজন ভালো বন্ধু আমাদের মনোবল বৃদ্ধিতেও অনেক সাহায্য করে। কিন্তু মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের সংখ্যা কমতে থাকে, কর্মব্যস্ত জীবনে বন্ধুরা নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে, অনেকেরই তাঁর প্রাণের বন্ধুটির সঙ্গে হয়তো মাসের পর মাস দেখাই হয়ে ওঠে না। বর্তমান কর্মব্যস্ত সময়ে মানুষ বড়ই একা হয়ে পড়ছেন, সময়ের অভাবে আমরা কাছের বন্ধুদের হারিয়ে ফেলছি।
আগামীকাল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (International Friendship Day 2024)। প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন হয় ৷ সেই হিসেবে চলতি বছর বন্ধুত্ব দিবস আগামীকাল অর্থাৎ ৪ অগাস্ট। এই বন্ধুত্ব দিবসে আপনার প্রিয় বন্ধুটির সঙ্গে দেখা করে সময় কাটান। আর বন্ধু যদি অনেক দূরে থাকে তাহলে আপনার বন্ধুর জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।
দেখুন