আজ ১৫ আগস্ট ২০২৩ এ ( 15th August 2023) পালিত হতে চলেছে ভারতের ৭৭- তম স্বাধীনতা দিবস (77th Independence Day)।স্বাধীন ভারত গণতন্ত্রের, প্রজাতন্ত্রের এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় আজও এক এবং অনন্য। স্বাধীনতা লাভের মাহেন্দ্রক্ষণের সেই চিত্র আজও ভোলার নয়। স্বাধীনতা দিবসের মানে দেশের স্বাধীন হওয়ার এই দিনটি ধুমধাম করে উদযাপনের জন্য পুরো দেশ অপেক্ষা করে থাকে। ১৯৪৭ সালের ১৫- ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা পায়। ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ যায়। শহীদ হন বহু সংগ্রামী। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমের মধ্যে দিয়ে পালন করা হবে স্বাধীনতা দিবস ২০২৩।
সোশ্যাল মিডিয়ার যুগে এসএমএস, ফেসবুক, হোয়াটস্যাপ, gif এর মাধ্যমে সবাই এই দিনটির শুভেচ্ছা জানিয়ে থাকেন। আপনিও এই দিনটিকে WhatsApp Stickers, Facebook Messages, SMS, GIF, Wallpapers আর Quotes শেয়ার করে নিন।