দিল্লি, ১৬ জুলাই: এবার একটি ভয়াবহ তথ্য সামনে আনল ICMR। নতুন একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতের ৪ জন বিবাহিত দম্পতির (Married Couple) মধ্যে একজন করে মোটা বা স্থূল। অর্থাৎ ভারতীয়দের মধ্যে মোটা হওয়ার প্রকোপ ক্রমশ বাড়ছে বলে ICMR এর নয়া গবেষণার পর প্রকাশ পেয়েছে এই রিপোর্ট।
ICMR এর (ICMR Married Couple Survey) নয়া রিপোর্ট অনুযায়ী, ভারতের ২৭.৪% বিবাহিত দম্পতি স্থূলকায়। বিয়ের পর থেকে তাঁদের মোটা হওয়ার প্রবণতা ক্রমশ বেড়ে গিয়েছে বলে ওই গবেষণায় প্রকাশ পায়। শুধু তাই নয়, ওই রিপোর্টে আরও দেখা গিয়েছে, যে ২৭.৪% বিবাহিত স্থূলকায়, তাঁদের মধ্যে স্বামী, স্ত্রী দুজনেরই ওজন বেশি। অর্থাৎ কেউ তাঁরা রোগা নন। প্রয়োজনের তুলনায় তাঁদের ওজন অনেকটাই বেশি বলে ওই রিপোর্টের জেরে সামনে এসেছে।
এই পরীক্ষা ৫২,৭৩৭ জন বিবাহিত দম্পতির মাঝে করা হয়। যার মধ্যে দেখা যায়, শহরাঞ্চলে যাঁরা থাকেন এবং বেশ বিত্তবান, সেই সমস্ত দম্পতির ওজন বেশি। শহুরে এবং বিত্তবান দম্পতির তুলনায় গ্রামে বসবাসকারী স্বামী, স্ত্রীদের ওজন তুলনামূলকভাবে কম বলে ওই গবেষণায় উঠে আসে।
শহুরে মানুষের খাদ্যাভাস, তাঁদের চাকরি বা কাজ, স্ক্রিন টাইম, শারীরিক কার্যকলাপ যেভাবে বিন্যস্ত, তার জেরেই স্থূলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেও ICMR এর রিপোর্টে উঠে এসেছে। এই স্থূলতা অত্যন্ত চিন্তার বিষয় বলেই মনে করছেন চিকিৎসকরা। যে ধরনের জীবনযাত্রা শহরে বসবাসকারী দম্পতিরা করছেন, তার জেরেই এই মোটা হওয়ার প্রবণতা বাড়ছে। ফলে শহরে বসবাসকারী দম্পতিদের জীবনযাত্রার মান এবং ধরন, দপুটোই বদলানো উচিত বলেও মনে করছেন চিকিৎসকরা।
পাশাপাশি যে ধরনের কাজ করলে, দম্পতিরা হালকা চেহারার থাকতে পারবেন স্থূলতা বর্জন করে, তা আরও বেশি করে করা উচিত বলেও চিকিৎসকরা মনে করছেন।