
গরম ভালো জীবিকার টানে বাইরে বের হতেই হবে। কিন্তু এই প্রচন্ড দাবদাহে ত্বক ঠিক রাখা মুশকিল। রোদে পুড়ে কালো দাগ চপ তৈরি হয় ত্বকে। হাইড্রেটেড থাকতে প্রচুর পরিমাণে জল পান করছেন, সানস্ক্রিন ব্যবহার করেও ত্বক ঠিক রাখা যাচ্ছে না। এই তীব্র রোদের তেজে ত্বকে ট্যান আটকানো যাচ্ছে না। হবে ঘরোয়া উপায়ে এই রোদে পোড়া কালো দাগ ত্যান দূর করা সম্ভব এর জন্য দরকার টমেটো। জেনে নিন টমেটোতে কিভাবে মুখের দাগ ছোপখ দূর করবেন।
ত্বক উজ্জ্বল করতে নিয়মিত মুখে টমেটো মাখতে হবে । টমেটোতে রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট এজেন্ট। যা ত্বকের রোমকূপ পরিষ্কার রাখে। টমেটোতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি, ভিটামিন ই, সি ও লাইকোপেন,অ্যান্টি-ইনফ্লেমেরি যৌগ। সানবার্ন দূর করতে টমেটোর বিকল্প নেই।
কিভাবে ব্যবহার করবেন জেনে নিন।
প্রথম যে পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন তার জন্য প্রয়োজন একটি অর্ধেক টমেটো এবং কিছুটা পরিমাণ চালগুড়ি। অর্ধেক টমেটো উপর এক চামচ চাল গুড়ি দিয়ে দিন। ৪-৫ মিনিট ঘষে নিন। সপ্তাহে দুদিন নিয়মিত ব্যবহার করুন মুখের রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে। অর্ধেক টমেটোর উপর চাল গুড়ির পরিবর্তে কেশরী হলুদ গুঁড়ো দিয়েও ঘষতে পারেন মুখে। তাতেও দারুন কাজ দেবে। ৫ মিনিট মুখ ধুয়ে ফেলুন।
একটি মিক্সারে অর্ধেক টমেটো এক চামচ বেসন, সামান্য পরিমাণ হলুদগুলো দিয়ে পেস্ট করে নিন। এটি তোকে হালকা হাতে মেসেজ করে কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে উপকার পাবেন। এছাড়া অর্ধেক আলু এবং অর্ধেক টমেটো মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে সেই পেষ্ট মুখে লাগালেও ভীষণ উপকার পাবেন। এছাড়া অর্ধেক টমেটো, এক চামচ বেসন পেস্ট করে নিন মিক্সচারে। এবার তার মধ্যে এক চামচ গোলাপ জল, একটা ভিটামিন ই ট্যাবলেট, এক চামচ এলোভেরা জেল মিশিয়ে নিন। এই পেজ মুখে হাল সাথে মেসেজ করে লাগান। মিনিট ১৫ রাখার পর ধুয়ে ফেলুন।
এই পদ্ধতি গুলি প্রয়োগ করলে ত্বক চকচকে হবে। মুখের দাগ সব দূর হতে থাকবে ধীরে ধীরে।