রান্না থেকে শুরু করে রূপচর্চা কিম্বা শরীরের বিভিন্ন রোগের উপশম । রসুনের ভূমিকা ধন্বন্তরি । রসুনের বিভিন্ন রকম উপকারিতা বলে শেষ করা যাবে না । তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো চুল পড়া বন্ধ করতে কাজ দেয়। রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান, যা স্ক্যাল্পকে জীবাণুমুক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।
একটি সহজ ঘরোয়া উপায় হলো রসুন তেল তৈরি করা। কয়েক কোয়া রসুন থেঁতো করে নারকেল তেলে অথবা অলিভ অয়েলে ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে ছেঁকে নিয়ে সেই তেল স্ক্যাল্পে ভালোভাবে মালিশ করুন। অন্তত ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
রসুনের রস ও মধু মিশিয়ে একটি হেয়ার মাস্ক তৈরি করা। এটি স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করে এবং খুশকির সমস্যা থেকেও মুক্তি দেয়।
তবে যদি আপনার ত্বক অতিসংবেদনশীল হয়, তাহলে ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিন।