গ্রীষ্মের অন্যতম সবজি ঝিঙে। বাজারে গেলে সবজির তালিকায় ঝিঙে থাকবেই। ঝিঙের বিভিন্ন রকম পদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঝিঙে পোস্ত। এছাড়াও বাঙালি পাতে এবং বাঙালির ঘরে ঝিঙে বিভিন্নভাবে রান্না হয়। সুস্বাদু এই ঝিঙে দিয়ে আহার জমে ওঠে।  তবে ঝিঙের গুণ শুনলে অবাক হবেন।

ঝিঙে পেয়েও প্রচুর পুষ্টিগুণ রয়েছে। নিয়মিত ঝিঙে খেলে বিভিন্ন রকম উপকার পাওয়া যায়। ঝিঙেতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে হলেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং জল ও ফাইবার। ঝিঙেতে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাশাপাশি হার্টকে ভালো রাখে। ফাইবার থাকায় ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং হজম ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাওয়া যায়। অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টি আলসার ঝিঙে খুবই উপকারী সাইনাসের সমস্যা রোধে। হাঁপানির মতো ক্রনিক সমস্যা রোধ করে ঝিঙে। চর্মরোগ প্রতিরোধে ঝিঙের পাতা গুঁড়ো করে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ।

তাই এই গরমে কি সব্জি রান্না  করবেন যারা ভেবে পান না, তারা ঝিঙে দিয়ে নানা রকম তরকারি বানিয়ে ফেনুন। নিয়মিত ঝিঙ্গে খেলে ওজন নিয়ন্ত্রণ থাকে। অন্ত্রকে পরিষ্কার রাখে ঝিঙে। তাই নিয়মিত ঝিঙে খেলে শরীর ভালো থাকে। শরীরে বিভিন্ন উপকার হয়।