কিসমিসের উপকারিতা বলে শেষ করা যাবে না। নিয়মিত কিসমিস খেলে ত্বকের জেল্লা বাড়ে। এছাড়াও শরীরের বিভিন্ন দিক থেকে উপকার করে কিসমিস। পায়েস পোলাও এই সমস্ত খাবারে কিসমিস দিলে তার খাদ্যগুণ বেড়ে যায়। এছাড়া ড্রাইফুট হিসাবে কিসমিসের বিকল্প নাই। কিন্তু অতিরিক্ত কিসমিস খেলে শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন অতিরিক্ত কিসমিস খেলে কি কি ক্ষতি হতে পারে শরীরে।

হজমের সমস্যা: কোন জিনিসই অতিরিক্ত খাওয়া ঠিক নয় সবকিছুই পরিমাণ মতো খেতে হয়, শরীর এবং স্বাস্থ্য সম্মতভাবে এবং চিকিৎসাকে পরামর্শ অনুযায়ী সমস্ত খাবার খেতে হয়। অতিরিক্ত পরিমাণ কিসমিস খেলে কিশমিশে থাকা ফাইবার বদহজম, পেট ফাঁপা, ডায়রিয়া এবং অন্যান্য হজমের সমস্যা হতে পারে।

ওজন বৃদ্ধি: উচ্চ প্রোটিন এবং উচ্চ ক্যালরি সম্পন্ন খাবার হল কিসমিস। অতিরিক্ত কিসমিস খাওয়া হলে ওজন বৃদ্ধি হতে পারে।

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: কিসমিস মিষ্টি খাবার। যাদের ডায়াবেটিস আছে তাদের কিসমিস খাওয়া উচিত নয়। কিসমিসে থাকে চিনি। যা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করতে পারে।

অ্যালার্জি: কিছু কিছু খাবারে অনেকে এলার্জি হয়। তারা সাবধান। কিশমিশ খেলে অনেকের অ্যালার্জির লক্ষণ দেখা দিতে পারে। প্রতিদিন ২৮ গ্রাম কিসমিস খাওয়া উপকারী বলে মনে করা হয়। এক আউন্স কিশমিশে প্রায় ২৩০ ক্যালোরি থাকে। অতিরিক্ত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। ‌ অনেকে বলেন, কিশমিশে থাকা চিনি দাঁত ক্ষয় হতে পারে।

তাই কিসমিস খান। কিন্তু অতিরিক্ত নয়, নিয়ম মেনে খান। অল্প খান।