ঘর চকচকে, ঝকঝকে। তবে তারই মধ্যে বিরক্তির কারণ হয়ে ওঠে টিকটিকি। ঘরের দেওয়ালে টিকটিকির উৎপাত অতিষ্ঠ করে তোলে । কোনোভাবেই টিকটিকি তাড়াতে পারেন না। খাবার খুলে রাখলে ভয় লাগে। অস্বস্তির কারণ এই টিকটিকি। তবে টিকটিকি কীট-পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তবে ঘরোয়া কিছু উপায়ে টিকটিকি দূর করা যায়।

টিকটিকি পেঁয়াজের গন্ধ জানালার পাশে বা কোণায় পেঁয়াজের টুকরো রেখে দিন। টিকটিকি এই গন্ধ সহ্য করতে পারে না। তাই টিকটিকি আসবে না।

রসুন এবং কাঁচা মরিচ পিষে জল মিশিয়ে স্প্রে করলে তীব্র গন্ধে টিকটিকি সরে যায়।

ডিমের খোসা টিকটিকির যম। কিছুটা ডিমের খোসা জানালার ধারে রেখে দিলে গন্ধে টিকটিকি আসবে না।

লবঙ্গ এবং কর্পূরের গন্ধেও টিকটিকি সহ্য করতে পারে না। ছোট বাটিতে কর্পূর রেখে দিন ঘরের কোণায়। মাঝে মাঝে ঘরের কোণা ও ফাটলে নুন-জল স্প্রে করুন। এইসব উপাদান টিকটিকির পছন্দ নয় বলে তারা আস্তে আস্তে ওই ঘর ছেড়ে চলে যায়।

তবে ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। এই উপায়ে সহজেই টিকটিকি দূর করা যায়।