কালোকেশী, যা কেশরাজ নামেও পরিচিত, একটি উপকারী ভেষজ উদ্ভিদ। এর পাতা, ফুল ও ফল থেকে তৈরি রস চুলের যত্নে ব্যবহৃত হয়। কালোকেশী চুল পড়া বন্ধ করতে, চুলকে আরও কালো করতে এবং চুলের গোড়া শক্ত করতে সহায়ক। এছাড়া, এটি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ, ঘা, এবং ক্ষত সারাতেও কাজে লাগে।
চুল পড়া বন্ধ করে। চুলকে আরও কালো করে। চুলের গোড়া শক্ত করে। নতুন চুল গজাতে সাহায্য করে। মাথা ঠান্ডা রাখে। রুক্ষ চুলকে ময়েশ্চারাইজ করে। খুশকি কমাতে সহায়ক।
কেশুতি পাতা অল্প কালো রস বের হয়। যাঁদের ভ্রূ হালকা তাঁরা এই রস ভ্রূতেও লাগান। সমস্যা দূর করে।
ব্রণ, ঘা, এবং অন্যান্য ক্ষত সারাতে সাহায্য করে।
ত্বকের প্রদাহ ও ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে সহায়ক।
ত্বকের শুষ্কতা দূর করে।
লিভারের সমস্যা সমাধানে সাহায্য করে। পেটের সমস্যা সমাধানেও এর ব্যবহার রয়েছে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কালোকেশীর রস সরাসরি মাথায় মাখা যায়, অথবা তিল তেল বা নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
কয়েকটি কেশুতি পাতা সামান্য ফুটিয়ে নিন। ঠান্ডা করে এই জল মাথায় লাগিয়ে ২০ মিনিট রাখার পর স্নান করে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।
২৫০ গ্রাম তিলের তেলে, ২৫০ গ্রাম নারকেল তেল নিন। এই দুই তেল একসঙ্গে মিশিয়ে কয়েকটি কেশুতি পাতা বেটে সেই রস ঐ তেলে মেশান। নিয়মিত মাথায় ব্যবহার করুন।