আর কয়েকদিনের অপেক্ষা, তারপর সকলেই মেতে উঠবেন রঙের উৎসব দোলে। এই দিন একে অপরকে রং মাখানোর পাশাপাশি আসর বসে বিভিন্ন রকমের খাওয়াদাওয়ার। দোলের আসরে ভাং খুবই সাধারণ ব্যাপার। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই পানীয়টি খেলে এমন কিছু খাবার রয়েছে যা একদমই খাওয়া উচিত নয়।
ভাঙের মতো পানীয় খাওয়ার পর রুটি বা নান খাওয়া উচিত নয়। এর ফলে খাবার হজম হয় না। এই ধরনের পানীয়র সঙ্গে সিঙাড়া, পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়া উচিত নয়। এই ধরনের খাবারে নুন বেশি থাকায় পেট ও লিভারের উপর চাপ পড়ে। এর ফলে শরীরে অসস্তি হতে পারে।
অনেকেই পিৎজা জাতীয় খাবার পছন্দ করেন। তবে মদ ও ভাং জাতীয় পানীয়র সঙ্গে পিৎজা খেলে অ্যাসিডিটির কারণে পেট খারাপ হতে পারে। এমনকি চকোলেট বা কফিজাতীয় খাবার খাওয়াও ঠিক নয়। এর ফলে পেট খারাপের পাশাপাশি শরীর খারাপও হতে পারে।