Deep Sleep (Photo Credit: Pixabay)

Deep Sleep Benefits: প্রত্যেক মানুষের জীবনে ঘুম একটি গুরুত্বপূর্ণ অংশ। রাতে যদি ভালভাবে ঘুম না হয়, তাহলে সারাটা দিন যেমন ম্যাজ ম্যাজ করে কাটে, তেমনি মেজাজও খিটখিটে হয়ে যায়। নিত্যদিন যদি ঘুম কম হয়, তাহলে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে। অর্থাৎ শরীর ভাল রাখতে ভাল করে ঘুমোন। ঘুমের চেয়ে ভাল ওষুধ আর প্রায় হয় না বললেই চলে। তাই আয়ুর্বেদে ঘুমকে শরীরর অন্যতম বড় পথ্য এবং ওষুধ বলে মনে করা হয়। তাই ঘুমের ঘাটতি যেন না হয়, সেদিকে আপনার নিজেকেই খেয়াল রাখতে হবে।

আয়ুর্বেদে বলা হয়, ঘুম হল শরীর ভাল রাখার প্রথম শর্ত। প্রতিদিন রাতে যদি আপনি ভাল করে ঘুমোতে পারেন, তাহলে শরীরের অর্ধেক ক্লান্তি এবং রোগ, ব্যাধি দূরে সরে যায়। প্রতিদিন যদি নিয়ম করে সময় মত ঘুমনো যায়, তাহলে শরীর ভাল থাকে। রাতের ঘুম যেন সব সময় ভালভাবে হয়, সেদিকে নজর রাখার কথা বলা রয়েছে আয়ুর্বেদে।

আরও পডুন: Health Benefits Of Peanuts: শীত পড়তেই হাঁচি, কাশিতে ভুগছেন? নিয়মিত বাদাম খান, শরীর থাকবে 'এ ক্লাস'

ভাল ঘুম হলে মানসিক চিন্তা দূরে সরে যায়। তাই শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে ভাল এবং গাঢ় ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

ভাল ঘুম আপনার শরীরকে যেমন ভাল রাখে তেমনি ত্বককেও উজ্জ্বল করে। শরীরের পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আয়ুর্বেদে।

হার্ট থেকে মন কিংবা মস্তিষ্ক, শরীরের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যঙ্গকে ঠিক রাখতে ঘুম গুরুত্বপূর্ণ। শান্ত পরিবেশে যদি ঘুমোতে পারেন নির্দিষ্ট সময় ধরে, তাহলে আপনার শরীরের অর্ধেক রোগ, ব্যাধি পালিয়ে যাবে বলে মনে করা হয়।

ভাল ঘুম যে শরীরকে শুধুমাত্র বিশ্রাম দেয় তা নয়, এটি একটি থেরাপি। যার সঙ্গে প্রতিদিন সংযুক্ত থাকলে শরীর এমনিই ভাল থাকে। তাই প্রতিদিন যদি আপনি নিয়ম করে ঘুমোতে পারেন, তাহলে শরীর সব সময় চাঙ্গা থাকবে।