দীর্ঘ সাত মাস পর আজ থেকে দেশজুড়ে খুলছে সিনেমা হল (Cinema halls) এবং মাল্টিপ্লেক্স (Multiplex)। নিউ নর্মালে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সবরকম সুরক্ষার ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্সগুলি। আজ থেকে পশ্চিমবঙ্গ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং কর্নাটকে সিনেমা হল খুলছে। তবে, তামিলনাড়ু, কেরালা, ছত্তিশগড়, তেলাঙ্গানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যেগুলিতে সিনেমা হল বন্ধ থাকবে। তবে পশ্চিমবঙ্গে অধিকাংশ সিঙ্গল স্ক্রিনই আজ খুলছে না। করোনা পরিস্থিতি এবং পুজো রিলিজের ওপরে নির্ভর করছেন সিনেমা হল মালিকেরা।
জেনে নিন সিনেমা হল খোলা নিয়ে নির্দেশিকা:
- আজ যারা বড় পর্দায় একটি সিনেমা দেখতে যাচ্ছেন তাঁদের বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্ব।যে সমস্ত সিনেমা হলগুলি আজ খোলা হবে তাদের ৫০ শতাংশ আসন ভরে খুলতে হবে।
- একটি শো শেষ হলেই আরেকটি শুরু করা যাবে না। সামাজিক দূরত্বের প্রোটোকলগুলি মেনে চলতে হবে।
- থার্মাল স্ক্রিনিং, স্টাফদের জন্য পিপিই কিট-র মতো সুরক্ষা সরঞ্জাম রাখতে হবে। দর্শকদের জন্য ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক।
- ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে হবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে ও অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। সিনেমা হলের মধ্যে শুধু প্যাকেজড খাদ্য নিয়ে যাওয়া যাবে। পরিবেশন করা সমস্ত খাবার গ্রাহকের হাতে দেওয়ার আগে কয়েক মিনিটের জন্য একটি মেশিনে ইউভি রশ্মির নিচে জীবাণুমুক্ত করতে হবে।
- মুভি শুরুর আগে কোভিড -১৯ সুরক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করতে হবে হলগুলিকে।
সিনেমা হলের ভেতরে যা যা মানতে হবে:
- হলের ভেতরে সামাজিক দূরত্বের নিয়মগুলি মেনে চলার জন্য মেঝে এবং আসনে মার্ক করা থাকবে।
- সবাইকে মাস্ক পরতে হবে। কাশির সময় সর্বদা মুখ ঢেকে রাখতে হবে। হলে ঢোকার আগে সবার থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক।
- হলের ভেতরে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা যেমন ২৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে।