Walking, Representational Image (Photo Credit: File Photo)

Walking 10000 Steps A Day: ব্যস্ত জীবনে কিছুটা সময় বের করে হেঁটে আসুন। যত হাঁটবেন, তত শরীর ভাল হবে। নিয়ম মেনে যদি প্রতিদিন কিছুটা হাঁটতে পারেন, তাহলে লাভ বৈ ক্ষতি হবে না আপনার। শরীর যেমন সুস্থ থাকবে, তেমনি হৃদয় অর্থাৎ হার্ট থাকবে স্থিতিশীল। বিশ্বাস না হলে প্রতিদিন অন্তত কয়েক পা করে হাঁটুন। দেখবেন, শরীর কেমন চনমনে থাকে আপনার (Health Benefits Of Walking)।

বলা হয়, প্রত্যেকদিন যদি আপনি ১০ হাজার বার হাঁটেন, তাহলে থাকবেন চির সতেজ।  প্রতিদিনের এই ১০ হাজার বার যে আপনি পা ফেলছেন, হাঁটছেন, তাতে যেমন হার্ট চঞ্চল থাকবে। তেমনি মেটাবলিজ়ম বৃদ্ধি পাবে। হজম শক্তি যেমন বাড়বে, তেমনি নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট থাকলেও কেটে যাবে বলে মনে করা হয়।

এসবের পাশাপাশি আপনাকে প্রতিদিন সময় মত প্রাতঃরাশ খেতে হবে। বলা হয়, প্রাতঃরাশে যদি দেরি করেন, তা আপনার শরীরকে সুস্থ থাকার প্রতিযোগিতায় অনেকখানি পিছিয়ে দেয়। তাই প্রতিদিন সময় মত প্রাতঃরাশ সেরে ফেলা প্রত্যেকের উচিত বলেই চিকিৎসকরা মনে করেন।

আরও পড়ুন: Boost Digestive Health With Easy Steps: খাবার হজম না হয়ে বাতকর্ম নাকাল? আপনি গ্রহাণী দোষে আক্রান্ত না তো? আয়ুর্বেদেই দেখাতে পারে সঠিক পথ, পেটের শক্তি বাড়াবেন কীভাবে

প্রতিদিন যদি ১০ হাজার পদক্ষেপ পড়ে আপনার অর্থাৎ হাঁটেন, তাহলে ওজন বৃদ্ধি পাবে না। ওজন নিয়ন্ত্রণে রাখতে হাঁটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়।

প্রতিদিন হাঁটলে আপনার মাংসপেশি শক্তিশালী হবে। শরীর থেকে যত ক্যালোরি পুড়বে, তত সুস্বাস্থ্যের অধিকারি হবেন আপনি।

প্রতিদিন হাঁটলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে। প্রতিদিন হাঁটলে যেমন শরীরে এনডোরফিন বৃদ্ধি পাবে, তেমনি অতিরিক্ত চিন্তাভাবনা, ডিপ্রেশনও কমে যাবে।

প্রতিদিন হাঁটলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। ফুসফুসের কার্যকারিতা আরও বেড়ে যায়।

প্রতিদিন যদি হাঁটতে পারেন ১০ হাজার স্টেপ, তাহলে ঘুম ভাল হবে। সারাদিনের যে ক্লান্তি, তাতে ঘুম যদি ভাল হয়, তা কেটে যাবে। তাই প্রতিদিন নিয়ম করে হাঁটার অভ্যেস করুন। দেখবেন, আপনার জীবনের অর্ধেক চিন্তা সেখানেই ফুরিয়ে গিয়েছে।