ইসলাম ধর্মের মানুষের চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী (Hazarat Ali)। হজরত আলী জন্মগ্রহণ করেন মক্কা শহরের সবচেয়ে পবিত্র স্থান কাবা শহরে। হজরত আলীর জন্মদিন ইসলামিক পঞ্জিকা অনুসারে রজব মাসের ১৩ তারিখে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালে হজরত আলীর জন্মদিন পড়েছে ২৫ জানুয়ারি। বিশ্বের সকল ইসলাম ধর্মের মানুষের কাছে হজরত আলীর জন্মদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন ইসলাম ধর্মের মানুষেরা নিজেদের বাড়িঘর পরিষ্কার করে সুন্দর ভাবে সাজিয়ে তোলেন। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সকলকে নিয়ে আনন্দের সঙ্গে এই দিনটি পালন করেন তাঁরা।

হজরত মুহাম্মদের সঙ্গে সবার প্রথম নামাজ পড়তেন হজরত আলী। মৃত্যুর পূর্বে হজরত মুহাম্মদ তাঁর উত্তরসূরী হিসেবে ঘোষণা করেছিলেন হজরত আলীকে। শাসনকালে তিনি সমাজের বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। রাজত্বকালে তিনি জনগণকে সকল কর থেকে মুক্তি দিয়েছিলেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি জনগণের হয়ে কাজ করে গিয়েছেন। তাই আজও তাঁকে গোটা বিশ্ব মনে রেখেছেন এবং প্রতি বছর ধুমধাম করে বিশ্ব জুড়ে তাঁর জন্মদিন পালন করা হয়। হজরত আলী জয়ন্তী উপলক্ষে সকলের সঙ্গে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তা।

'তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, ততো বেশি সম্মানিত হবে।' 'তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, ততো বেশি সম্মানিত হবে।'
'যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো। তখন মনে করবে, কেউ না কেউ, কোথাও না কোথাও, তোমার জন্য দোয়া করছে!' 'যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো। তখন মনে করবে, কেউ না কেউ, কোথাও না কোথাও, তোমার জন্য দোয়া করছে!'
'কারোর অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যত সম্পর্কে তোমার কোন ধারনাই নেই।' 'কারোর অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যত সম্পর্কে তোমার কোন ধারনাই নেই।'
'যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, এই পৃথিবীতে তার থেকে বড় বিচারক আর কেউ নেই।' 'যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, এই পৃথিবীতে তার থেকে বড় বিচারক আর কেউ নেই।'