পৌষ পার্বণ শব্দবন্ধের সঙ্গেই জুড়ে আছে এক অপার ভালবাসা। শস্য শ্যামলা পল্লী বাংলার এক সমৃদ্ধ রূপ এই উৎসবের মধ্যে দিয়ে প্রতিভাত হয়। পৌষ সংক্রান্তি (Makar Sankranti 2023 Wishes) মানেই পিঠেপুলির সমাহার। নতুন চাল ঢেকিতে গুঁড়িয়ে এনে নতুন গুড়ের সঙ্গতে তৈরি হবে পিঠে। রাত পোহালেই সেই পিঠে পুলি দিবস। এই উপলক্ষে বাড়িতে বসে Whatsapp, Messenger, Facebook - এর মাধ্যমে আপনজনকে পাঠিয়ে দিন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তা।আর সেজন্যই আপনার হাতের কাছে রয়েছে LatestLY বাংলা, মনের সুখে পিঠে খেতে খেতে পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।