Deepavali 2021 Wishes: এই শুভ দীপাবলিতে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন আলোকময় শুভেচ্ছাগুলি
Subho Deepavali (File Photo)

Diwali 2021 Wishes In Bengali:  আলোর আগমনধ্বনি শুনতে অন্ধকারকে সাড়ম্বরে বিদায় দেওয়ার পদ্ধতিই হল দীপাবলি। গোটা দেশজুড়ে কালীপুজোর দিন ধুমধামের সঙ্গে দীপাবলি (Subho Deepavali 2021) পালিত হয়। মাটির প্রদীপ থেকে মোমবাতি, টুনি বাল্ব, নানরকম নক্সাদার আলোর মালায় সেজে ওঠে গৃহস্থের অঙ্গন। দোকান বাজার, শপিংমল, অফিস, কাছারি সবই আলোয় ঝলমল করে। অন্ধকার দূর করে আলোর আনয়নকে স্বাগত জানানোর মধ্যে সুন্দরের উপাসনা রয়েছে। এই আলোর উৎসবে আপনজনকে পাঠিয়ে দিন  LatestLY বাংলার দীপাবলির শুভেচ্ছা বার্তা।

 

Subho Deepavali (File Photo)
Subho Deepavali (File Photo)
Subho Deepavali (File Photo)