Dhanteras Wishes (File Image)

Dhanteras 2024: রাত পোহালেই ধনতেরাস (Dhanteras)। আলোর উৎসব আসতেই চারদিকে আলোয় ভোরে উঠেছে। ধনতেরাস থেকে শুরু হয় দীপাবলি উৎসব। হিন্দু ধর্মে ধনতেরাস উৎসবের গুরুত্ব অপরিসীম। ধনতেরাসের এই উৎসব প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিনে ধন্বন্তরির সঙ্গে ধন-সম্পদের দেবী লক্ষ্মী ও কুবেরের পূজা করা হয়। এই দিনে মানুষ সোনা ও রূপোর গহনা কেনে। এই বছর কার্তিক ত্রয়োদশী তিথি ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০:৩২ শুরু হবে এবং ৩০ অক্টোবর দুপুর ০১:১৫ শেষ হবে।ধনতেরাসে আপনি আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা। দেখুন-

Dhanteras Wishes (File Image)

 

Dhanteras Wishes (File Image)

 

Dhanteras Wishes (File Image)