প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী উৎসব উপলক্ষে পালন করা হয় ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী। আর তাঁর ঠিক ৬ দিন পরেই তথা চৈত্র পূর্ণিমার দিন পালিত হয় হনুমান জয়ন্তী। ২০২৪ সালে হনুমান জয়ন্তী পালন করা হবে আগামীকাল( ২৩ এপ্রিল, মঙ্গলবার)।সাধারণত সপ্তাহের প্রতি মঙ্গলবার উৎসর্গ করা হয় ভগবান হনুমানের পুজোয়। তাই মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হওয়ায় দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে ।

আজ রাতেই হনুমানজীর প্রতি শ্রদ্ধা রেখে অগ্রিম পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার  তৈরি শ্রদ্ধা ও ভক্তিভরে তৈরি  শুভেচ্ছা পত্র।

Hanuman Jayanti Messages In Bengali